দুই দিনের ব্যাক্তিগত সফরে পরিবার নিয়ে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালীতে আগমন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ( এমপি)
১০ মার্চ শুক্রবার বিকাল ৫ ঘটিকায় হেলিকপ্টার যোগে সাজেক ভ্যালীতে আগমন করেন, স্বপরিবারে অবকাশ যাপনের জন্য সাজেক রিসোর্টে উঠেন এবং রাতে খাস্রাং হিল রিসোর্টে খাগড়াছড়ির এমপি কুজেন্দ্রলাল ত্রিপুরার সৌজন্যে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন।
পরদিন ১১ই মার্চ বেলা ১১ ঘটিকায় সাজেক থেকে সড়ক পথে রওনা হয়ে সাজেক থানা আওয়ামীলীগের কার্যালয়ে বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ ও বাঘাইছড়ি পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান এবং মতবিনিময় সভায় কিছুক্ষণের জন্য অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, বাঘাইছড়ি পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র জমির হোসেন, সাধারণ সম্পাদক মনসুর আলী, সাজেক থানা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মতবিনিময়সভা শেষে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে মন্ত্রীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পরে তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামী কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪