বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দক্ষিন পাবলাখালী সমন্বয় ক্লাবের উদ্যোগে বিঝু উপলক্ষ্যে বৈসাবি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।
আজ ১৭ মার্চ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় দক্ষিণ পাবলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৈসাবি ফুটবল টুর্ণামেন্ট উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রিয়নন্দ চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম, খেদারমারা ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বিশ্ব প্রিয় চাকমা, সুচিত্র চাকমা, বিভিন্ন ওয়ার্ডের মেম্বার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ এবং স্থানীয় গণ্যামান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে স্বাগতিক দক্ষিণ পাবলাখালী সমন্বয় ক্লাব বনাম পাক্কুয়াখালী জুনোপহর ক্লাব। খেলায় সমন্বয় ক্লাব ৬-১ গোলে জয়লাভ করে।
টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পহেলা বৈসাখে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪