রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং সরকারি কলেজের একাদশ শ্রেণীতে ভর্তির জন্য ৩০ জন দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা প্রদান করেন রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য আতাউর রহমান ও বাঘাইছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুর উদ্দিন রাজু।
মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যায় এক মতবিনিময় সভায় একাদশ শ্রেণীতে ভর্তি-ইচ্ছুক ৩০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুর উদ্দিন রাজুর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ প্রদান করেন রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য আতাউর রহমান।
কাচালং সরকারী কলেজ ছাত্রদলের সদস্য সচিব সরোয়ার গাজীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব হাবিবুর রহমান, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন জুমান, সিঃ যুগ্ম আহ্বায়ক হাবিব আল হাসান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুরুল ইসলাম জিন্নাত, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম বাবলু, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাহাদাত হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের সদস্য শ্যামল দাস
উপজেলা ছাত্রদল নেতা নাহিদুল ইসলাম নাহিদ সহ অনেকেই।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪