রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মুসলিম ব্লক দারুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা কমিটি'র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১মার্চ) বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক দারুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসা'র ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী ও সাধারণ সম্পাদক জাবেদুল আলম, ৩৩নং মারিশ্যা ইউনিয়ন চেয়ারম্যান আপন চাকমা, ইউপি সদস্য মজিবর রহমান ও মোফাজ্জল হোসেন সহ মাদ্রাসা পরিচালনা কমিটি'র সদস্য বৃন্দ ও বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যাক্তিবর্গ, এছাড়াও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসা'র মোহতামিম ও বাঘাইছড়ি উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মুফতি মুহাম্মদ সোলাইমান খাঁন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো: আজগর আলী জানান বিগত বছরের ধারাবাহিকতা অনুযায়ী এবারো মাদ্রাসা পরিচালনা কমিটির উদ্যোগে বাঘাইছড়ির সর্বস্তরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন করি এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নে সকলের সাথে আলোচনা করি এবং ভবিষ্যতে মাদ্রাসার কল্যাণে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪