দুরছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে একজন নির্মাণ শ্রমিক নিহত

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২১

//মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি//
বাঘাইছড়িতে খেদারমারা ইউনিয়নে দুরছড়ি এলাকায় নির্মাণাধীন বিল্ডিংয়ে কাজ করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১০.৩০ মিনিটের দিকে দুরছড়ি এলাকার হাসপাতাল পাড়ার লোকমান হোসেন পিতা মোহাম্মদ নুরুল আলম স্থানীয় ব্যবসায়ী মোঃ সালাম সওদাগরের বিল্ডিংয়ে রাজমিস্ত্রী কাজ করতে এসে বিদ্যুতের লাইনে জড়িয়ে মৃত্যুর ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লোকমান হোসেন সকালে মোঃ সালাম সওদাগরের বিল্ডিংয়ে রাজমিস্ত্রী কাজে আসেন, কাজের সময় পনির প্রয়োজন হলে পানির মটর চালু করলে কিছুক্ষণ পরে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়, মটরের লাইনের সমস্যা দেখতে গিয়ে কাচালং নদীর পাড়ে অবস্থানরত মটরে হাত দেওয়ার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায় লোকমান হোসেন। পরে আহতকে উদ্ধার করে স্পিড বোটে করে মাইনি রাবেতা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

নিহত লোকমান হোসেনের পিতা মোহাম্মদ নুরুল আলম বলেন, এটি একটি দুর্ঘটনা তাই আমার কোন অভিযোগ নেই,আমার কপালে যা ছিলো যা তা হয়েছে।

মারিশ্যা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী (আর ই) সুগত চাকমা’র কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি খুবই দুঃখ জনক, এ বিষয়ে কোন অভিযোগ নেই।