সকল ধর্মীয় অনুষ্ঠান নির্বিগ্নে করতে বাঘাইছড়িতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২২

আসন্ন দূর্গাপূজাকে সুন্দর ভাবে উদযাপনের লক্ষে প্রধানমন্ত্রী কার্যালয় নির্দেশিত বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ ঘটিকায় কাচালং সরকারি কলেজ অডিটোরিয়ামে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল শরীফুল্লাহ আবেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্সন চাকমা, বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন, বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেডম্যান, কারবারী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন ধর্মীয় প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। বক্তারা সনাতন ধর্মাবলম্বী সহ সকল ধর্মের মানুষরা যাহাতে তাদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব সুন্দর ভাবে উদযাপন করতে পারে সেদিকে সবাইকে সজাগ থাকার উপর গুরুত্ব আরোপ করেন।