//মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি//
সারা দেশের ন্যায় রাঙ্গামাটির বাঘাইছড়িতেও তেল, গ্যাস, বিদ্যুৎ, নিত্য প্রয়োজনীয় দ্রব্য-মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ ও সহযোগী সংগঠন,বাঘাইছড়ি উপজেলা ও পৌর শাখা।
শনিবার ৫ মার্চ সকাল ১০:৩০ মিনিটে চৌমুহনী শাপলা চত্বর থেকে মিছিল শুরু হয়ে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় কয়েকশত নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়।
সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম এর পরিচালনায়, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলীর সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর প্রশাসক মোঃ নিজাম উদ্দিন (বাবু)।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমতুল্লাহ খাজা, পৌর যুব দলের আহ্বায়ক মোঃ নিজাম উদ্দিন, সদস্য সচিব মোঃ ওমর ফারুক সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীগন।
বক্তারা বলেন, এই মুহূর্তে দরকার নিরপেক্ষ সরকার। দ্রব্যমূল্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিনদিন বাড়ছেই। সরকারের কোনো মাথা ব্যথা নেই। মেঘা প্রজেক্টের মাধ্যমে তারা মেঘা মেঘা দুর্নীতি করে। এই পেটুয়া সরকার প্রধান যদি নিজের টাকায় বাজার করতেন, তাহলে বুঝতেন দ্রব্যমূল্যের কী হাল। বাংলার জনগণ আজ দ্রব্যমূল্যের চাপে পিষ্ট। আমরা জনগণকে সাথে নিয়ে এই জুলুমবাজ সরকারের পতন নিশ্চিত করতে সকলে ঐক্যকদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে থাকবো।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪