রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) বাঘাইছড়ি উপজেলা ও পৌর শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যাগে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় বাঘাইছড়ি বিএনপির দলীয় কার্যালয় সম্মুখ হতে শোভাযাত্রাটি বের করে উপজেলা’র গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীণ করে চৌমুহনী মুক্ত মঞ্চে এসে আলোচনা সভায় মিলিত হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
মুক্তমঞ্চে সংক্ষিপ্ত সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়৷
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪