//মোহাম্মদ ইউনুছ, নাইক্ষ্যংছড়ি//
'মুজিববর্ষের সফলতা দূর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য মহড়া এবং আলোচনা সভার মধ্য দিয়ে বান্দরবন জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসটি পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও'র কার্যালয়ে মহড়া প্রর্দশন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি কমিশনার জর্জ মিত্র চাকমা, উপজেলা প্রকৌশলী মো: আবুল কালাম আজাদ, সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সহকারি মো: সোহেল রানা, মো: মুফিজুজ্জামানসহ অনেকে।
সভায় বক্তারা দুর্যোগ মোকাবেলায় বিশেষ করে বন্যা ও আগুন লাগলে আতঙ্কিত না হয়ে করণীয় সম্পর্কে সকলকে অবহিত করেন এবং তা থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে সকলকে মহড়া প্রদর্শনের মাধ্যমে ধারণা প্রদান করেন।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪