ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রতিষ্ঠার ২৬বছর উপলক্ষে অস্হায়ীভাবে নির্মিত স্মৃতিস্তম্ভে শহীদদের উদ্ধেশ্য পুস্পস্তবক অর্পন,প্রীতিভোজ,শিশু কিশোর কেন্দ্র ব্যানারে শিশুরেলি,পার্টি দলীয় অফিস সাজেকের উজোবাজারে দলীয় পতাকা উত্তোলণ, পতাকার উদ্ধেশ্য স্যালুট প্রদান, সন্তু ও ভূমিদস্যু সেটলার কুচপুত্তলিকায় লাঠি পেটাসহ আগামী দিনের আন্দোলনের সপথ গ্রহনের মধ্য দিয়ে দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।
এইচ ডব্লিউএফ সভাপতি বাঘাইছড়ি কমিটি মিস বিশাখা চাকমা ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ বাঘাইছড়ি উপজেলা কমিটির সভাপতি মি পলেন চাকমার নেতৃত্বে বিভিন্ন স্কুল ও এলাকার শিশু কিশোর ছাত্র ছাত্রীদের নিয়ে ভোর ৭:৩০টায় পার্টি বাঘাইছড়ি ইউনিট উজোবাজার দলীয় অফিসে পতাকা উত্তোলণ,পতাকার স্যালুট প্রদান ও কুচকাওয়াজ প্রদর্শন শেষে
“ভয়ভীতি মুক্ত পরিবেশে যোগ্য নাগরিক হয়ে ওঠার চাই সুযোগ ও অধিকার” এই শ্লোগানে ইউপিডিএফ-এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগ্রনী শিশু কিশোর কেন্দ্র ব্যানারে শিশু র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন এলাকার প্রায় ৩শতাধিক শিশু -কিশোর ভোর হতে র্যালির উদ্দেশ্য লাদুমুনি বাজার দৌপদায় মিলিত হয়ে সকাল ৮:৩০টার সময় লাডুমুনি বাজার দৌপদা হতে র্যালী শুরু হয়ে সাজেক পর্যটন রোডে প্রায় ১কিলোমিটার রাস্তা হেঁটে উজোবাজার গঙ্গারামমুখ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দালাল সন্তুলারমার ও ভূমিদস্যু সেটলার কুচপুত্তলিকাশায়েস্তা, সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে র্যালি সমাপ্ত করা হয়েছে।
র্যালিতে অংশগ্রহণকারী শিশু, কিশোর-কিশোরীদের হাতে ছিল ইউপিডিএফের পতাকা,প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক,Long live updf,No Full authonomy, No Rest,আমরা বাঙ্গালী নয়, ইত্যাদি কাপড়ের ফেস্টুন।
সমাবেশে কলেজ শিক্ষার্থী সুফা চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেব জয়সা চাকমা, ৯ম শ্রেণীর শিক্ষার্থী নি সুমি চাকমা সপথ বাক্য পাঠ করান। অগ্রনী শিশু কিশোর কেন্দ্র পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে মিস জয়সা চাকমা বলেন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ( ইউপিডিএফ) সংগঠেলর আজ শুভ জুম্ম দিন।জনগণর একমাত্র মুক্তির সনদ পূর্ণ স্বায়ত্তশাসন।। এই পুর্ণ স্বায়ত্তশাসনর ডাকে ১৯৯৮সালে এই দিনে ইউপিডিএফ সংগঠন প্রতিষ্ঠা লাভ করেন। আমরা আজকের এই বিশেষ দিনকে সামনে রেখে রেলিতে সমবেত হয়েছি।
আমাদের জাতিগত অধিকার নেই,অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলার অধিকার নেই,আমাদের বাপ জাদার ভিটে মাটি সেটেলার কর্তৃক কেড়ে নেয়া হচ্ছে,আমাদের বাপ ভেইদের ধরে ধরে জেল হাজতে প্রেরণ করা হচ্ছে,আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা মানসম্মত শিক্ষা হতে বঞ্চিত হচ্ছি,নিরাপত্তাহীনতায় আমাদের চলাফেরা করতে হচ্ছে,সন্তু লারমা'র নেতৃত্বাধীন জে এস এস,সংস্কারপন্থী জে এস এস ও সেনা সৃষ্ট নব্য মুখোশ ঠ্যাঙারে বাহিনী দিয়ে সরকার আমাদের জাতিগত সংঘাত বাঁধিয়ে দিয়ে জুম্মো জনগণের অধিকার প্রতিষ্ঠার একমাত্র লড়াকু সংগঠণ ইউপিডিএফের পূর্ণ স্বায়ত্তশাসনের আন্দোলনটাকে ধ্বংস করিয়ে দেয়ার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। চলমান রাষ্ট্রীয় এই ষড়যন্ত্র চলতে থাকলে ভবিষ্যতে আমরা নিচিহ্ন হয়ে যাবো,তা কেবল সময়ের অপেক্ষায়। আমরা বড় হব,রাষ্ট্রীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে,দালাল প্রতিক্রিয়াশীল দের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এই আশাবাদ ব্যক্ত করেন।। আগামী দিনে দালাল প্রতিক্রিয়াশীল ভূমিদস্যুদের প্রতিহত করতে সংগঠিত হয়ে আন্দোলনে এগিয়ে আসার সংকল্পে সপথ বাক্য পাঠ করান ৯ম শ্রেণীর শিক্ষার্থীনি মিস,সুমি চাকমা।। পরে দালাল সন্তু লারমা ও ভূমিদস্যু সেটলার কুচপুত্তলিকায় লাঠিপেঠা দিয়ে রেলির পরবর্তি সমাবেশ সমাপ্ত করা হয়।।
অপরদিকে ভোর ৭:৩০টা-সকাল ১১টার সময় বঙ্গলতলী ইউনিয়নে অস্হায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ করে মি.শুক্র চাকমার (গণতান্ত্রিক যুব ফোরাম) নেতৃত্বে চৌকশ টিমের মাধ্যমে সমবেত পার্টি কর্মী, কর্মী পরিবার, পরিবার সন্তান, গণফ্রন্ট ও এলাকার মুরুব্বিদের উপস্হিতিতে পার্টির দলীয় উত্তোলণ, পতাকার স্যালুট প্রদান, শহীদদের উদ্দেশ্যে পুস্পস্তবক অর্পন ও এক মিনিট নিরবতা পালন, আন্দোলনে শপথ, পার্টির কেন্দ্রীয় বার্তা পড়ে শোনানো ও প্রীতি ভোজ ইত্যাদি কর্মসূচী পালনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।।
পার্টি সদস্য মি.ইয়ান চাকমার সঞ্চালনায় দলীয় পতাকা উত্তোলণ, সংক্ষিপ্ত বক্তব্য প্রদান, স্বপথ বাক্য ও কেন্দ্রীয় বার্তা পড়ে শোনান বাঘাইছড়ি ইউনিট সমন্বয়ক মি. অক্ষয় চাকমা।
পার্টি প্রতিষ্ঠার ২৬ বছর উদযাপনের এই দিনে সর্বস্তরের জনগণের উদ্দেশ্য শ্রদ্ধাজ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করে মি. অক্ষয় চাকমা বলেন সকল ভেদাভেদভূলে জাতিগত দ্বন্দ্ব বাদ দিয়ে বৃহত্তর জাতীয় ঐক্যর মধ্যমে আন্দোলন জোড়দার করে জুম্মো জনগণের একমাত্র মুক্তির সনদ "পূর্ণ স্বায়ত্ত শাসন অধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে বক্তব্য সমাপ্তির সাথে সাথে আলোচনাও সমাপ্ত ঘোষনা করেন।
(বিজ্ঞপ্তি)
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪