নানান আয়োজনে বাঘাইছড়িতে ঐতিহাসিক শান্তি চুক্তি দিবস উদযাপন প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২১ //মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি // পার্বত্য শান্তিচুক্তির দুই যুগ পূর্তি আজ। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে ঐতিহাসিক এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ফাইল ছবি ইতোমধ্যে চুক্তির বেশির ভাগ ধারাই বাস্তবায়িত হয়েছে। রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ-সুবিধা, শিক্ষার হার বৃদ্ধিসহ পাহাড়িদের জীবনযাত্রার মানে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। কিন্তু শান্তিবাহিনীর আদলে সশস্ত্র ৪টি গ্রুপ সক্রিয় থাকায় পাহাড়ে পুরোপুরি শান্তিতে ফেরেনি। পার্বত্য অঞ্চলে শান্তি ফেরাতে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সঙ্গে শান্তিচুক্তি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে সরকারের পক্ষে চিফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ এবং জেএসএস-এর পক্ষে সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) চুক্তিতে স্বাক্ষর করেন। ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তির দুই যুগ পূর্তি উদযাপন উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়িতে নানান আয়োজনে উদযাপন হয়েছে, ২৭ বিজিবি মারিশ্যা জোনের উদ্যোগে উপজেলা প্রশাসনের সর্বস্তরের সমম্বয়ে বর্নাঢ্য র্যালী ও সংক্ষিপ্ত আলোচনাসভা এবং ১৪৫ জন অসহায় শীতার্তদের মাঝে শীতবস্র (কম্বল) বিতরন করা হয়েছে। মারিশ্যা জোন আয়োজিত র্যালী ও সভা বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ৯ ঘটিকায় মারিশ্যা জোন সদর হতে বাঘাইছড়ি চৌমুহনী শাপলা চত্বর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই দিন বিকেল ৫ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মারিশ্যা জোনের শীতবস্ত্র বিতরণ র্যালী ও পথসভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলান ২৭ বিজিবি মারিশ্যা জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া (পিএসসি আর্টিলারি) সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা, আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, পৌর মেয়র জাফর আলী খান, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আলী হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠন হৃদয়ে বাঘাইছড়ি সদস্যগন সহ সর্বস্তরের সাধারণ উপস্থিত ছিলেন। এদিকে বাঘাইহাট জোন কর্তৃক সর্বস্তরের জনসাধারণের সমন্বয়ে বর্নাঢ্য র্যালী ও সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দিনের শুরুতেই উগলছড়ি মুখ বটতলা মাঠ প্রঙ্গনে বাঘাইছড়ি উপজেলাবাসীর ব্যানারে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।উক্ত সভায় বিল্টু চাকমার সঞ্চালনায় ও সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার কান্তি চাকমার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি শ্রী বিজয় কেতন চাকমা। ছবি-বটতলায় অনুষ্ঠিত সভা এতে স্বাগত বক্তব্য রাখেন, বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অলিভ চাকমা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সারোয়াতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যতীন রায় চাকমা, বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সম্রাট সুর চাকমা,কার্বারিদের পক্ষে ৩৮০ নং শিজক মৌজার মহিলা কার্বারি সমাপ্তি দেওয়ান, ইউপি সদস্যদের পক্ষে মধুসুধন চাকমা, অনেকে। বক্তারা পার্বত্য শান্তি চুক্তি পূর্ণ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান, বক্তারা আরো বলেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে আন্দোলনের বিকল্প নেই, তাই যুব সমাজকে এগিয়ে আসার আহবান জানান। SHARES পার্বত্য চট্টগ্রাম বিষয়: শান্তি চুক্তি