নানান কর্মসূচিতে বাঘাইছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালন

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৩

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাঘাইছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যে আজ বুধবার ৮ মার্চ বেলা ১১ ঘটিকায় উপজেলা প্রশাসন, মহিলা অধিদপ্তর, তথ্য আপা ও জুম ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত।

উপজেলা পরিষদ সম্মুখ হতে শোভাযাত্রা শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়েছে।

আলোচনা সভায় তথ্য আপা কর্মকর্তা মুন্নি দত্তের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস কর্মকর্তা নব আলো চাকমা, এস আই ওয়াহিদ আলম, উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুলের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার প্রমুখ।

বক্তারা নারী উন্নয়নের লক্ষে বর্তমান সরকারের নানামুখী উন্নয়নমূলক প্রকল্পের সফলতার কথা তুলে ধরেন। টেকশই উন্নয়ন লক্ষমাত্রায় বর্তমান বিশ্বে নারী ক্ষমতায়নের যে রোড ম্যাপ তারই ধারাবাহিতায় বাঘাইছড়ি উপজেলায় নারীদের সাবলম্বী করনে কাজ করে যাচ্ছে নারী অধিদপ্তর, তথ্য আপা কর্মকর্তা ও জুম ফাউন্ডেশন।

আলোচনাসভা শেষে কর্মমুখী নারীদের মাঝে প্রশিক্ষণের সার্টিফিকেট  ও স্মারক প্রদান করা হয়।