নানান শঙ্কার মধ্য দিয়ে বাঘাইছড়িতে চলছে ৭ম ধাপের ইউপি নির্বাচন

প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২২

//মোঃমহিউদ্দিন, বাঘাইছড়ি//
রাঙ্গামাটির বাঘাইছড়িতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সপ্তম ধাপের শঙ্কার মধ্যে দিয়ে চলছে ভোটগ্রহণ।আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সরেজমিনে গিয়ে দেখা যায়,ভোট কেন্দ্রে নারী ও পুরুষ ভোটাররা দীর্ঘ লাইনে দাড়িয়ে আছে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য, তবে কেউ কেউ বলছে অজানা এক আতঙ্ক কাজ করছে তাদের মধ্য।

এই নির্বাচনে বাঘাইছড়ির আটটি ইউপিতে ৭৭ টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে, এতে কেন্দ্রপ্রতি মোতায়েন করা হয়েছে পুলিশ, আনসার ভিডিপির ১৭ জনের ফোর্স, এছাড়া রয়েছে অতিরিক্ত ফোর্স ও নির্বাহী ম্যাজিস্ট্রেট,আরো নিয়োজিত রয়েছেন সেনাবাহিনী, ‌র‌্যাব, বিজিবি, সহ পাঁচ স্তরের নিরাপত্তা।ভোটের মাঠে রয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান।

নির্বাচন কমিশন আগের মতোই বলছে, এ ধাপের নির্বাচনকে শান্তিপূর্ণ করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। গত শনিবার মধ্যরাতে এসব নির্বাচনী এলাকায় প্রচারের সময় শেষ হয়েছে। নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

গত ২০১৯ সালে ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনী সহিংসতায় প্রাণ হারিয়েছেন আট জন। এ ছাড়া অনেকে আহত হয়েছেন,তাদের মধ্য অনেকেই মানবেতর জীবনযাপন করছে।নির্বাচনী সহিংসতার বিষয়টি মাথায় রেখে সবগুলো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন উপজেলা প্রশাসন।

ইসি সূত্র জানায়,উপজেলায় সপ্তম ধাপে আট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ৫ জন ও সতন্ত্র ১৪ জন, সাধারণ সদস্য পদে ১৬২ জন ও সংরক্ষিত আসনে ৬৫ জনসহ মোট ২৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।

ইতিমধ্যে ২ জন চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ১ জন ও সতন্ত্র প্রার্থী ১ জন। চেয়ারম্যান ছাড়াও সাধারণ সদস্য পদে ১৫ জন এবং সংরক্ষিত সদস্য পদে ২ প্রার্থীসহ মোট ১৯ জন প্রার্থী তিনটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম বলেন, এই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে করার লক্ষে এবং গত উপজেলা পরিষদ নির্বাচনের সহিংসতাকে মাথায় রেখে প্রতিটি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাই পর্যাপ্ত পরিমাণ সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি,পুলিশ, আনসার সদস্যগন এছাড়া অতিরিক্ত ফোর্স মোবাইল টিম, ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে নিয়োজিত থাকবে এবং নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচন পরবর্তী সময়ে যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই উপজেলার ইউপি নির্বাচনের মোট ভোটার সংখ্যা ৬১ হাজার ৭ জন। এর মধ্যে নারী ভোটার ২৮ হাজার ৯৫০ জন এবং পুরুষ ভোটার ৩২ হাজার ৬৫ জন।