//মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি//
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি মুখ ধর্ম্মাংকুর বৌদ্ধ বিহারের আজীবন অধ্যক্ষ ও পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর বাঘাইছড়ি উপজেলা শাখার অন্যতম বর্ষীয়ান সংঘমনীষ শ্রদ্ধেয় উপালী মহাথের এর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১১ মার্চ সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি মুখ মাঠে বাঘাইছড়ি মুখ ধর্ম্মাংকুর বৌদ্ধ বিহারের পরিচালনা কমিটির উদ্যোগে উক্ত অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে।
এসময়ে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ ও মগবান শাক্যমনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মহামান্য সংঘরাজ ভদন্ত তিলোকানন্দ মহাথের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থানীয় কমিটির সভাপতি ও ২৯৯ নং রাঙ্গামাটি আসনের দীপংকর তালুকদার এমপি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষ কেতু চাকমা। রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য প্রিয় নন্দ চাকমাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এর আগে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান উপলক্ষে সকাল ৬ টায় টায় ভিক্ষু সংঘের প্রাতরাশ, জাতীয় পতাকা ও বুদ্ধ পতাকা উত্তোলন করা হয়।
উল্লেখ্য ১৭ জানুয়ারি ২০২২ তারিখ না ফেরার দেশে পাড়ি জমান, দীর্ঘ ৩৩ বছর টানা একই বিহারে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন উপালী মহাথের। পরে তার শেষকৃত্য উপলক্ষে বাঘাইছড়ি মাঠে বিভিন্ন জাতি গোষ্ঠীর প্রায় ১০ হাজার মানুষের উপস্থিতিতে ভান্তের দেহবাশেষ গাড়ী টানাটানি উৎসবের আমেজে আতশবাজির মাধ্যমে দাহক্রিয়া সম্পন্ন করা হয়।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪