নারী দিবসে হৃদয়ে বাঘাইছড়ির একদিনের জন্য সভাপতি সম্পাদকের দায়িত্বে অর্পিতা ও তৃপ্তি

প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০২৪

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সামাজিক সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন “হৃদয়ে বাঘাইছড়ি” পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদকের দায়িত্বে দুই নারী সদস্য অর্পিতা ধর ও তৃপ্তি চাকমা।

বৃহস্পতিবার (৭মার্চ) সন্ধায় হৃদয়ে বাঘাইছড়ির প্রধান সমন্বয়ক জুয়েল দেব ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একদিনের জন্য প্রতিকী সভাপতি হিসেবে অর্পিতা ধর ও সাধারণ সম্পাদক হিসেবে তৃপ্তি চাকমাকে দায়িত্ব দেয়া হয়।

এই বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ বলেন, প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস দিনটি হৃদয়ে বাঘাইছড়ি সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন আমরা এই দিনে পুরো সংগঠনের দায়িত্ব দিয়ে থাকি নারীদের হাতে, হৃদয়ে বাঘাইছড়ির কার্যক্রমে নারীদের ভূমিকা অপরিসীম তাই এই দিবসে তাদের প্রতি বিশেষ সম্মান জানানোর জন্যই এমন আয়োজন হয় প্রতি বছর। তিনি আরো বলেন শুধু নারী দিবসেই নয় অর্পিতা ও তৃপ্তির মত আরো অনেক নারী সদস্যরা হৃদয়ে বাঘাইছড়ির পরিচালনা কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন।

নারী দিবসে সংগঠনের সভাপতি পদ পাওয়া অর্পিতা ধর বলেন ৮ই মার্চ নারী দিবসে নারীর প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে এই দিনটির জন্য আমাকে সভাপতি হিসেবে নিযুক্ত করায় হৃদয়ে বাঘাইছড়ি পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সকলকে নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।

সাধারণ সম্পাদক পদ পাওয়া তৃপ্তি চাকমা বলেন, বাঘাইছড়িতে সকল শ্রেণী পেশার মানুষ সহ সকল সম্প্রদায়ের মানুষের প্রিয় সংগঠন হৃদয়ে বাঘাইছড়ি পরিবারের সাথে যুক্ত আছি ২০১৯ সাল হতে প্রতি বছরের ন্যায় এবার নারী দিবসে আমাকে সাধারণ সম্পাদকের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদানে আমি হৃদয়ে বাঘাইছড়ি পরিবারের প্রতি কৃতজ্ঞ, সকলের ভালোবাসায় এগিয়ে চলুক হৃদয়ে বাঘাইছড়ি।