||মুহাম্মদ এস.কে. রিয়াজ ||
বাঘাইছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ নিউ লাল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন, অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩ শে মার্চ বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত পুরস্কার বিতরণ ও সংবর্ধনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ৩২ নং বাঘাইছড়ি ইউনিয়ন পারিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অলিভ কুমার চাকমা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোঃ বিল্লাল গণি, বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার শাহীন আল মামুন, বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য এবং অভিভাবক বৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশ করার সুযোগ সৃষ্টি করে দেয়ার জন্য অভিভাবকদের প্রতি গুরুত্ব আরোপ করেন।
আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বিদ্যালয়ের পক্ষ হতে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪