পটুয়াখালীর পশ্চিম কালিকাপুর এলাকায় নিজের পোষা সাপের কামড়ে লতিফ ফকির (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
নিহত লতিফের পরিবার জানায়, রাতে নিজের পোষা সাপকে খাবার দেওয়ার সময় সাপের কামড়ে অচেতন হয়ে পড়ে লতিফ। পরে দ্রুত তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, লতিফের পরিবার আরও জানায়, এখনো চলছে ওঝাদের মাধ্যমে লতিফকে বাঁচানোর প্রচেষ্টা। তাদের এ প্রচেষ্টা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, লতিফ প্রায় ২৫ থেকে ৩০ বছর যাবত বাসায় সাপ পোষতেন। এখনো তার বাসায় ছোট-বড় সাপ রয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনার খোঁজ নেওয়া হচ্ছে, পরে বিস্তারিত জানানো হবে।
জিআরএস/একুশ নিউজ
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪