বন্যার মধ্যেও কাচালং কলেজে অনুষ্ঠিত হয়েছে ডিগ্রী ২য় বর্ষের ফাইনাল পরীক্ষা, কলেজের রাস্তায় প্রায় কোমড় পর্যন্ত পানি থাকায় পরিক্ষার্থী ও শিক্ষকদের কলেজ গেইট হতে পরীক্ষাকেন্দ্র পর্যন্ত নিজ উদ্যোগে নৌকায় করে পৌছে দিলেন কলেজ ছাত্রদলের আহবায়ক নুর কবির ও তার সঙ্গীরা।
সোমবার রাত হতে বন্যায় প্লাবিত হয়েছে কাচালং কলেজ প্রাঙ্গণ সহ উপজেলার বিভিন্ন নিচু এলাকা এমন পরিস্থিতেও জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ পরীক্ষা স্থগিত না করায় বিপাকে শিক্ষার্থীরা, অনেক কষ্টে যে যার মত করে কলেজে এসে নৌকায় চড়ে পরীক্ষার হল রুমে বসতে পেরেছেন নিরপাদে।
নুর কবির জানায়, তিনি কলেজ ছাত্রদলের দায়িত্বে আছেন তাই এই কঠিন পরিস্থিতিতে পরিক্ষার্থীদের হলে পৌছে দিচ্ছেন তার সাথে অন্যান্যদের মধ্যে যারা ছিলেন মোঃ জালাল, দ্যুতি চাকমা, নাছির উদ্দিন, সহ সাধারন শিক্ষার্থী কয়েকজন
সাধারণ শিক্ষার্থীরা বলছেন এই সহযোগিতা না পেলে ভেজা কাপড়ে ৪ ঘন্টা পরীক্ষার হলে থাকতে হতো
উল্লেখ্য, বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার মোট ১৭৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে ডিগ্রী ২য় বর্ষ ফাইনাল পরীক্ষায়।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪