প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ১:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৬, ২০২৪, ৫:১৮ অপরাহ্ণ
নির্বাচনী সরঞ্জাম পাঠানো সম্পন্ন বাঘাইছড়ির ৩৯ কেন্দ্রে
মুহাম্মাদ ইব্রাহিম ||
৭ জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৯টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও ভোটগ্রহণের সকল সরঞ্জাম পাঠানো সম্পন্ন হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০টা হতে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার এর তত্বাবধানে উপজেলা পরিষদ মাঠ হতে সড়ক পথে এসব মালামাল পাঠানো হয়।
এর আগে ৪ ও ৫ জানুয়ারি ২৭ বিজিবি মারিশ্যা জোনের হেলিপ্যাড থেকে বিমানবাহিনীর হেলিকপ্টার যোগে সাজেকের দুর্গম ৫টি ও বাঘাইছড়ি ইউনিয়নের ১টি কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়েছে। ২৯৯ নং রাঙ্গামাটি আসনের বাঘাইছড়ি উপজেলায় মোট ভোটার ৭৬৩৮৩ জন, ভোটকেন্দ্র রয়েছে ৩৯টি যারমধ্যে ১৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শিরীন আক্তার ব্যালট পেপার পাঠানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যালট পেপার ও মালামাল পাঠানোসহ ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি পুলিশ, আনসার ভিডিপির পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর টহল জোরদার এর পাশাপাশি মাঠে দায়িত্ব পালন করছেন ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন পর্যন্ত ভোটের পরিবেশ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক।
রাঙামাটির ভোটের মাঠে এবার পাহাড়ের আঞ্চলিক দলের কোন প্রার্থী না থাকলেও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে দীপংকর তালুকদার, তৃণমূল বিএনপি মনোনীত সোনালী আশ প্রতীকে মিজানুর রহমান এবং সাংস্কৃতিক মুক্তি জোট মনোনীত অমর কুমার দের সহ তিন জন প্রার্থী।
২০১৯ সালের ১৮ মার্চ ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে সহিংসতায় ৭ নির্বাচনী কর্মকর্তা নিহত ও ৩৩ জন আহত হওয়ার ঘটনায় এবারও দায়িত্ব পালনে ঝুঁকি ও আশংকার কথা জানিয়ে প্রশাসনের কাছে নিরাপত্তার লক্ষে কঠোর নজরদারির দাবী জানিয়েছেন ভোট গ্রহন কর্মকর্তারা।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪
দৈনিক বাঘাইছড়ি © ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত |