|| মোঃ ইব্রাহীম||
রাঙ্গমাটির বাঘাইছড়িতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি শাহরিয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য দিলীপ কুমার দাশ, বিশেষ অতিথিদের মধ্যে বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রতন দাশ, বাঘাইছড়ি পৌর কৃষক লীগের সভাপতি ওসমান গণি, বাঘাইছড়ি পৌর যুবলীগের সভাপতি জয়নাল আবেদীন বুলু উপস্থিত ছিলেন।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জগৎ দাশ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ। সভায় উপজেলার বিভিন্ন ইউনিট হতে প্রায় ২ শতাধীক নেতাকর্মী অংশগ্রহণ করে।
সভায় বক্তারা বলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটি আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় জয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধ আছে বাঘাইছড়ি উপজেলা আওয়ামী যুবলীগ পরিবার।
সভা শেষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪