নৌকার সমর্থনে আমতলী ও খেদারমারা ইউনিয়নে স্বেচ্ছাসেবকলীগের প্রচারণা

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২৯৯নং রাঙ্গামাটি আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদাররের নৌকা প্রতিকের সমর্থনে বাঘাইছড়ি উপজেলার আমতলী ও খেদারমারা ইউনিয়নে শতাধিক মটর সাইকেল নিয়ে শোভাযাত্রা ও পথসভা করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ বাঘাইছড়ি উপজেলা শাখা।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা ২ ঘটিকায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় হতে মটর সাইকেল শোভাযাত্রা শুরু হয়ে আমতলী ইউনিয়নের মাহিল্যা বাজারে পৌছে পথসভা ও জনসংযোগ করে সংগঠনের নেতাকর্মীরা। বাঘাইছড়ি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু নাছের ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এর নেতৃত্বে প্রচারণা কার্যক্রমে অংশগ্রহণ করেন বাঘাইছড়ি পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র জমির হোসেন।

এসময় সাবেক ছাত্রনেতা সুজিত চক্রবর্ত্তী সহ আমতলী এবং খেদারমারা ইউনিয়ন আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবকলীগের প্রায় তিন শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমতলী ইউনিয়নে সভা শেষে খেদারমারা ইউনিয়নের দুরছড়ি বাজারে নির্বাচনী প্রচারনা কার্যালয়ে পথসভা ও জনসংযোগের মাধ্যমে শেষ হয় দিনের কর্মসূচি।

প্রচারনা কার্যক্রমে বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন সহ পাহাড়ের স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষে দীপংকর তালুকদার কে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।