রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী সুদর্শন চাকমার ঘোড়া প্রতিকের নির্বাচনীয় অফিস উদ্বোধন ও পথসভা অনুষ্ঠিত।
সোমবার (২০ মে) সন্ধ্যায় বাঘাইছড়ি পৌরসভা ও মারিশ্যা ইউনিয়নের সীমান্তবর্তী পশ্চিম মুসলিম ব্লক এলাকার কর্মী সমর্থকদের উদ্যোগে নির্মিত নির্বাচনী প্রচারণার জন্য অফিস উদ্বোধন ও পথসভা করেন চেয়ারম্যান প্রার্থী সুদর্শন চাকমা। সাবেক মারিশ্যা ইউনিয়ন পরিষদের মেম্বার আলী হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী সুদর্শন চাকমা, বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুদর্শন চাকমার সমর্থক শাহ আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মারিশ্যা ইউনিয়নের সাবেক মেম্বার হাবিবুর রহমান, বাঘাইছড়ি পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন সরকার, পশ্চিম মুসলিম ব্লক জামে মসজিদের খতিব মাওলানা কবির আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, আমরা বিগত সময়ে সুখে দুঃখে বাবু সুদর্শন চাকমাকে সব সময় পাশে পেয়েছি, এলাকার সার্বিক উন্নয়নে উনি সার্বিক ভূমিকা রেখেছেন, তাই আগামী ২৯ তারিখ নির্বচনে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে আবারো চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার জন্য সকলের নিকট আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী বাবু সুদর্শন চাকমা বলেন, আমি আপনাদের চিনি আপনারা আমাকে চিনেন তাই আমার কাছে আসতে আপনাদের কোন বাধা নেই আর আপনাদের জন্য কাজ করতে আমার কোন কৃপণতা নেই তাই পূর্বের ন্যায় এবারো আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন আশা রাখছি।
উপজেলা পরিষদ নির্বাচনে অপর চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ছেন বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিভ চাকমা, তিনিও উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন। আগামী ২৯ মে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণের কথা রয়েছে৷
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪