রাঙামাটির বাঘাইছড়িতে মহিলাদের জন্য একমাত্র দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম মুসলিম ব্লক মহিলা মাদ্রাসা ও এতিমখানা’র ৫ম বার্ষিক সভা উপলক্ষে এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ই ফেব্রুয়ারি) বাদ আসর হতে পশ্চিম মুসলিম ব্লক জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে শুরু হয় ওয়াজ মাহফিলের প্রথম অধিবেশন, এতে মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরা হামদ নাত ও ক্বেরাত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় ওয়াজ মাহফিলের আনুষ্ঠানিকতা, মাগরিবের পর স্থানীয় আলেমদের আলোচনায় সম্পন্ন হয় ২য় অধিবেশন ও বাদ এশা ৩য় অধিবেশনের মধ্য দিয়ে সমাপ্ত হয় মাহফিল।
উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা কবির আহম্মদ, ইমাম ও খতিব পশ্চিম মুসলিম ব্লক জামে মসজিদ ও প্রধান উপদেষ্টা ওলামা মাশায়েক সোসাইটি অব বাঘাইছড়ি, প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন মোহাম্মদ হযরত আলী, অধ্যক্ষ, উত্তরা গার্লস স্কুল এন্ড কলেজ।
প্রধান ওয়ায়েজিন হিসেবে আলোচনা করেন মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান সিদ্দিকী, খতীব, কেন্দ্রীয় জামে মসজিদ, চান্দলা, বি-পাড়া কুমিল্লা ও আলোচক, বাংলাদেশ বেতার কুমিল্লা।
বিশেষ ওয়ায়েজিন হিসেবে আলোচনা করেন, মাওলানা মো: ফয়জুল আমিন কুতুবী ইমাম ও খতীব, উপজেলা সদর কেন্দ্রীয় জামে মসজিদ, মুফতি মুহাম্মদ সুলাইমান খান ইমাম ও খতীব, বাঘাইছড়ি মডেল মসজিদ, মাওলানা মো: আজিজুর রহমান ইমাম ও খতীব, চৌমুহনী জামে মসজিদ ও সভাপতি, ওলামা মাশেয়েক সোসাইটি অব বাঘাইছড়ি, মাওলানা আলমগীর হোসাইন, খতীব কোয়ার্টার জামে মসজিদ, হাফেজ রবিউল হোসাইন, খতীব, মধ্যমপাড়া জামে মসজিদ। এছাড়াও বাঘাইছড়ি উপজেলার ওলামারা উপস্থিত ছিলেন।
ওয়াজ মাহফিলে বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাবেক পৌর মেয়র আলমগীর কবির, বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, কাচালং দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক, পশ্চিম মুসলিম ব্লক জামে মসজিদ পরিচালনা কমিটি ও মাদ্রসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বর্তমান সময়ে ইসলামিক শিক্ষার প্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন এবং উক্ত মাদ্রাসার সফলতা তুলে ধরা হয়। মাহফিলে উপজেলার বিভিন্ন এলাকার ধর্ম প্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন। দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ওয়াজ মাহফিল সমাপ্তি হয়।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪