পশ্চিম মুসলিম ব্লক মহিলা মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৩ বাঘাইছড়ি উপজেলার একমাত্র মহিলা মাদ্রাসা বাঘাইছড়ি পৌরসভার ২নং ওয়ার্ডস্থ পশ্চিম মুসলিমব্লক মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বার্ষিক ফলাফল প্রকাশ, হামদ, নাত ও ক্বেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং মাদ্রাসার অবকাঠামোগত সহ সার্বিক উন্নয়নের লক্ষে ৩য় বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ জানুয়ারি শনিবার সকাল ১০ ঘটিকায় পশ্চিম মুসলিম ব্লক জামে মসজিদ প্রাঙণে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মামুন এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ সিরাজুল ইসলাম, প্রাক্তন ইউপি মেম্বার আব্দুর রাজ্জাক, ৩নং ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন সরকার, ২নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন বুলু, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুবেল চাকমা সহ স্থানীয় গণ্যামান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোঃ মোস্তফা কামাল এর সঞ্চালনায় বক্তারা মাদ্রাসা প্রতিষ্ঠার শুরু থেকে বর্তমান পর্যন্ত যে সকল সমস্যা গুলা রয়েছে তা নিরসনের লক্ষে বিভিন্ন দাবী ও প্রস্তাব রাখেন। সভাপতির বক্তব্যে গিয়াস উদ্দিন মামুন বলেন মাদ্রাসাটির বর্তমান অবস্থান মসজিদের সামনে যা মানানসই নয়, মসজিদের পিছনে একটি পুকুর রয়েছে সেখানে মাটি ভরাটের পর যদি সেমি পাকা ভবন তৈরী করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা যায় তাহলে মাদ্রাসাটি ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবে এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান সহ স্থানীয় ব্যাক্তিবর্গের নিকট সহোযোগীতা কামনা করেন। প্রধান অতিথির বক্তব্যে সুদর্শন চাকমা বলেন বর্তমান সময়ে নারী শিক্ষা অত্যান্ত গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয়কে সফল করতে এই মহিলা মাদ্রাসাটিকে একটি সুন্দর পরিবেশে রূপদান করা আমাদের সকলের দায়িত্ব। উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রাথমিকভাবে পুকুর ভরাট ও সেমিপাকা ভবন নির্মাণের ব্যাপারে সার্বিক সহোযোগীতার আশ্বাস প্রদান করেন তিনি। আলোচনা সভা শেষে মাদ্রাসার ছাত্রী ও বার্ষিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ। SHARES শিক্ষাঙ্গন বিষয়: