পশ্চিম লাইল্যাঘোনা কাদেরীয়া মুনিরীয়া এবতেদায়ী মাদরাসার বার্ষিক ক্রিড়া ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২২

//মোঃমহিউদ্দিন, বাঘাইছড়ি//
রাঙ্গামাটির বাঘাইছড়িতে পশ্চিম লাইল্যাঘোনা কাদেরীয়া মুনিরীয়া এবতেদায়ী মাদরাসার বার্ষিক ক্রিড়া ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৩:৩০ মিনিটে পশ্চিম লাইল্যাঘোনা কাদেরীয়া মুনিরীয়া এবতেদায়ী মাদরাসা ময়দানে অভিভাবক ও আমন্ত্রিত অতিথিগন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং অত্র মাদরাসার ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় বাঘাইছড়ি পৌরসভার মেয়র মোঃ জাফর খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ আলী হোসেন সহ, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সমাজ সেবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,অভিভাবক ও ছাত্র ছাত্রী গন।

এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম বলেন, এই মাদরাসার লেখাপড়ার মান আরো বাড়াতে, মাদরাসার উন্নয়নের জন্য যা কিছু করার দরকার আমরা সহোযোগিতা করবো।