||মুহাম্মদ ইব্রাহীম ||
রাঙ্গামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬ বছর উপলক্ষে "জুম্ম জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করুন সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলন জোরদার করুন" এই প্রতিপাদ্যে বাঘাইছড়ি উপজেলাধীন ২রা ডিসেম্বর উদযাপন কমিটি গণসমাবেশের আয়োজন করে।
শনিবার (২ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন এমএন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা। বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে পার্বত্য চুক্তির পরিপূর্ণ বাস্তবায়নের দাবীতে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য সাবেক ছাত্রনেতা সুমন মারমা।
খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, কাচালং সরকারী কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, মারিশ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপন চাকমা, বাঘাইছড়ি উপজেলা মহিলা সমিতির সভানেত্রী লক্ষীমালা চাকমা, কার্বারী প্রতিনিধি বিশ্বপ্রিয় চাকমা, উপজাতীয় আভ্যন্তরীণ উদ্বাস্তু ও পুনর্বাসন কমিটির আহবায়ক নিখিল জীবন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি জিকো চাকমা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সারোয়াতলী ইউনিয়ন পরিষদের সদস্য অমূল্য রতন চাকমা।
গণসমাবেশে বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ দুই হাজারের অধিক লোকসমাগম হয়।
সমাবেশে বক্তারা বলেন ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর আওয়ামীলীগ সরকার ৭২ টি ধারা নিয়ে পার্বত্য চুক্তি করে জনসংহতি সমিতির সাথে কিন্তু চুক্তি সাক্ষরের ২৬ বছর পেড়িয়ে গেলেও এখনো পরিপূর্ণভাবে চুক্তি বাস্তবায়নের কোন লক্ষণ দেখা যাচ্ছে না। বক্তারা সরকারের প্রতি আহবান জানান দ্রুত সময়ের মধ্যে চুক্তি পরিপূর্ণ বাস্তবায়ন করার জন্য এবং ৩ জেলার জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করার দাবী জানায়। চুক্তি বাস্তবায়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ আন্দোলন করার আহবান জানান বক্তারা।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪