পার্বত্য চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে মারিশ্যা জোনের বর্ণাঢ্য আয়োজন

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৩

|| মুহাম্মদ ইব্রাহীম ||

ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির ২৬ বছর পূর্তি উদযাপন উপলক্ষে মারিশ্যা জোনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনাসভা এবং অসহায় দুঃস্থদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ সহ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে৷

শনিবার (২ ডিসেম্বর) সকালে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের ২৬তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মারিশ্যা জোন সদর দপ্তর হতে জোন অধিনায়ক লেঃ কর্ণেল শরিফ উল্লাজ আবেদ এর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে চৌমুহনী চত্বর অতিক্রম করে র‍্যালীটি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে আলোচনা সভার স্থলে মিলিত হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারিশ্যা জোন অধিনায়ক লেঃ কর্ণেল শরিফ উল্লাহ আবেদ। মারিশ্যা জোনের কো অর্ডিনেটর সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা এছাড়া বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ও সাগরিকা চাকমা, কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, সহকারী কমিশনার ভূমি মাহফুজুর রহমান, অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, মারিশ্যা জোনের অফিসার বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সহ উপজেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর শান্তি চুক্তির মাধ্যমে অশান্ত পাহাড়ে শান্তি ফিরে আসে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী বাঙ্গালীদের মাঝে শান্তি ফিরে আসে। গত ২৬ বছরে শান্তি চুক্তি বাস্তবায়নের ফলে পার্বত্য অঞ্চলে রাস্তা-ঘাট, স্কুল কলেজ সহ বিভিন্ন অবকাঠামোগত ব্যপক উন্নয়ন ঘটেছে।

পরে মারিশ্যা জোন সদরে অসহায় দুঃস্থ শতাধীক পাহাড়ি বাঙালীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়৷