পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ’র সাংগঠনিক সম্পাদক নির্বাচিত কলিতো থের 

প্রকাশিত: ৮:১৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪
বৌদ্ধ ধর্মীয় গুরুদের সংগঠন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ’র নব গঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাঘাইছড়ির জীবঙ্গছড়া নবরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত কলিতো থের।
গত ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর ত্রি-বার্ষিক মহাসম্মেলনে গঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী  কমিটিতে আরো যারা রয়েছেন সভাপতি ভদন্ত প্রজ্ঞা জ্যোতি মহাথের, সাধারণ সম্পাদক ভদন্ত লোকমিত্র থের, অর্থ সম্পাদক ভিকখু তি রত্তন জ্যোতি, সাংগঠনিক সম্পাদক ভদন্ত কলিতো থের এবং  প্রচার ও প্রকাশনা সম্পাদক ভদন্ত শীল জ্যোতি থের।
সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় কলিতো থের পার্বত্য ভিক্ষু সংঘ  বাংলাদেশ এর বিনয় অধিকরণ বোর্ডকে  ও ভিক্ষু সংঘকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শ্রদ্ধেয় ভান্তেকে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ বাঘাইছড়ি উপজেলা শাখার পক্ষ থেকে এবং জীবঙ্গাছড়া নবরত্ন বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।