পাহাড়ি ছাত্র পরিষদের উদ্যোগে ছাত্র ও জনসমাবেশ অনুষ্ঠিত প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৩ নিজস্ব প্রতিনিধি|| দেশের সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে ৫% আদিবাসী কোটা নিশ্চিতকরণ, পার্বত্য চট্টগ্রামে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজগুলোতে শিক্ষক সংকট নিরসনসহ পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ ও যথাযথ বাস্তবায়নের দাবিতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ বাঘাইছড়ি থানা শাখার উদ্যোগে ছাত্র ও জনসমাবেশ অনুষ্ঠিত। শুক্রবার (২৫ আগস্ট) সকাল ১০ ঘটিকায় উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী বটতলা মাঠে ছাত্র ও জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ সভাপতি ডা: সুমিত রঞ্জন চাকমা। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ বাঘাইছড়ি থানা শাখার সভাপতি পিয়েল চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপন ত্রিপুরা, রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি জিকো চাকমা, জনসংহতি সমিতির বাঘাইছড়ি থানা শাখার সভাপতি প্রভাত কুমার চাকমা, রাঙ্গামাটি মহিলা সমিতির সদস্য শান্তনা তালুকদার, খেদারমারা ইউনিয়ন চেয়ারম্যান বিল্টু চাকমা, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, তুলাবান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞান রঞ্জন চাকমা সহ জেলা- উপজেলা জনসংহতি সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন, সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকুরীতে এবং উচ্চ শিক্ষা অর্জনের লক্ষে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৫ ভাগ আদিবাসী কোটা বাস্তবায়ন,ভাড়াটিয়া শিক্ষক অপসারণ করে স্ব স্ব এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য স্থানীয়দের শিক্ষক হিসেবে নিয়োগ সহ বিভিন্ন দাবী জানান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও জনসাধারণের অংশগ্রহণে প্রায় ১৫০০(দেড় হাজার) মানুষের সমাগম হয় সমাবেশে। SHARES সংগঠন বিষয়: