পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেনের বাঘাইছড়ি থানা পরিদর্শন প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২১ //সংবাদদাতা- মোঃ মহিউদ্দন// বাঘাইছড়ি থানা পরিদর্শন করলেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন। শনিবার (২ অক্টোবর) তিনি বাঘাইছড়ি থানায় এই আকম্মিক পরিদর্শনে আসেন। বাঘাইছড়ি থানায় এটি তার চতুর্থ সফর। এসময় বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলী খান, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান, তদন্ত ওসি মনজুর, মোঃ ইমাম, এস আই মোঃ আসাদ, এস আই হানিফ, ইমতিয়াজ মাহমুদ, এএসআই ডিএসবি মতিয়ার রহমান, উপস্থিত ছিলেন। এদিকে রাঙামাটি জেলা পুলিশ সুপারের আগমনে তাঁদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান ও পৌর মেয়র জাফর আলী খান। পরে রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন, অত্র থানার পুলিশ সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং থানার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড ঘুরে দেখেন। SHARES পার্বত্য চট্টগ্রাম বিষয়: পুলিশ সুপারবাঘাইছড়ি থানা