পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষে বাঘাইছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৯:৩২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৪ রাঙ্গামাটির বাঘাইছড়িতে সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে এক “মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের উপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট শ্রেণী পেশার জনসাধারণকে সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার জন্য সকলকে ভূমিকা রাখার জন্য আহবান জানান। এসময় কাচালং সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, উপজেলা স্বাস্হ্য ও পঃপঃ কর্মকর্তা তাপস কান্তি মজুমদার, থানা অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ, প্রেস ক্লাব সভাপতি দীলিপ কুমার দাশ ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামূন সহ সরকারি-বে-সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় সার্বজনীন পেনশন স্কিমের সুফল ও নিয়মাবলি নিয়ে আলোকপাত এবং প্রশ্ন উত্তোর পর্বের মাধ্যমে সভার সমাপ্তি হয়৷ SHARES বাঘাইছড়ি উপজেলা বিষয়: