//চট্টগ্রাম প্রতিনিধি//
চট্টগ্রাম রাঙ্গুনিয়া পোমরা মাইজ পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭,৮,৯ নং ওয়ার্ডবাসীদের নিয়ে উন্নয়নের কাজ করতে চান পোমরা মাইজ পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহিলা সংরক্ষিত আসনে ৭,৮,৯নং ওয়ার্ডে নবনির্বাচিত মহিলা মেম্বার নুর জাহান বেগম৷ তিনি বলেন, জনগণ ভালোবাসে বিধায় তাকে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করে তাদের প্রতিনিধি করেছেন।
তাই ৭,৮,৯ নং ওয়ার্ড বাসীকে সঙ্গে নিয়েই পোমরা ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করে যেতে হবে। এজন্য জনগণের সেবক হয়েই কাজ করে যেতে চান । তিনি আরো বলেন, আমার নির্বাচনী ইস্তিহার ছিলো শিশু শিক্ষা, নারীর ক্ষমতায়ান, সমাজ উন্নয়ন, জনগনের স্বার্থ সংশ্লিষ্ট চাওয়া পাওয়া এসব বিষয় কাজ করা। আমি আমার নির্বাচনে জনগনকে দেওয়া প্রতিশ্রুতি যতোটুকু করা সম্ভব চেষ্ট করবো পালন করার। সবকিছু বুঝে উঠতে কিছুটা সময় লাগতে পারে। তাই চিন্তাভাবনা রয়েছে সবাইকে নিয়ে সুন্দর ও সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে প্রতিটি কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পাদন করার। সঠিক পরিকল্পনার মাধ্যমে সম্পন্ন করে নাগরিকসেবা নিশ্চিত করা চেষ্টা করবে বলে তিনি জানান।
নুর জাহান বলেন, আমি আমার পিতার ন্যায় সততার সাথে সমাজের উন্নয়ন অগ্রগতি কাজ করে যাবো। উল্লেখ্য, ১৯৮২ সাল থেকে টানা তিন বার পোমরা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড থেকে নুর জাহান বেগম'র পিতা মৃত মো. শফিউল আহম্মেদ সত্যতার সাথে জনপ্রতিনিদির দায়িত্ব পালন করে যান। এসময় তিনি পোমরা মাইজ পাড়া বাইতুল রহমত জামে মসজিদ নির্মাণ, এলকার রাস্তা ঘাটা তৈরী, সমাজ সেবাসহ উন্নয়ন মূলক বিভিন্ন কাজ করে এলাকা উন্নয়ন অব্যহত রাখেন।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪