পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের শুভ উদ্ভোধন প্রকাশিত: ৮:১৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২২ বাঘাইছড়ি পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের শুভ উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত। গতকাল (৯ সেপ্টেম্বর) বিকাল ৫ ঘটিকায় পৌরসভার ৬নং ওয়ার্ডের বটতলী এলাকায় কাউন্সিলর মোঃ ইউসুফ নবীর নিজস্ব কার্যালয়ের শুভ উদ্ভোধন করে পৌর মেয়র জমির হোসেন। বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিম শাহাদাৎ এর সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত পৌর মেয়র জমির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ত্রিদিব দাশ ও সংরক্ষিত ৪,৫,৬ নং ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। সভায় কাউন্সিলর ইউসুফ নবী বলেন, আমার নির্বাচনী ইশতেহার ছিলো মানুষের সেবার জন্য আমি সর্বোচ্চ কাজ করে যাবো তারই ধারাবাহিতা বজায় রাখতে একটি নির্দিষ্ট স্থানে সেবা প্রদানের জন্য নিজ খরচে এই অফিসটি পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি এখন থেকে এলাকাবাসীর যেকোন সামাজিক বৈঠক সময়মত করা যাবে। প্রধান অতিথির বক্তব্যে মেয়র জমির হোসেন বলেন একজন ওয়ার্ড কাউন্সিলর পৌরসভার সকল শ্রেণীর জনগনের সুখ দুঃখ সব কিছুই উপলব্ধি করতে পারে। ওয়ার্ডের জনগনের সাথে নিয়মিত মতবিনিময় সহ বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষে একটি কার্যালয় খুব জরুরী। ৬নং ওয়ার্ড কাউন্সিলর নিজ উদ্যোগে কার্যালয় পরিচালনার সিদ্ধান্তকে স্বাগত জানান মেয়র জমির হোসেন। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। SHARES বাঘাইছড়ি পৌরসভা বিষয়: