বাঘাইছড়ি পৌর এলাকার ৩০২ পরিবারের মাঝে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধকালীন মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আগষ্ট/২০২৩ মাসের বিশেষ বিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ মে) সকালে বাঘাইছড়ি পৌরসভার আয়োজনে উপজেলা খাদ্য গুদাম সম্মুখে ৩০২ জেলে পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়, বিতরণ অনুষ্ঠানে পৌর মেয়র জমির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার, বিশেষ অতিথিদের মধ্যে পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর হাফেজ আহাম্মদ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মিঠেল চাকমা সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪