পৌর পরিষদের আয়োজনে নাগরিক সংবর্ধনায় সংবর্ধিত হলেন দীপংকর তালুকদার এমপি প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২২ বাঘাইছড়ি পৌরসভার নব নির্বাচিত পৌর পরিষদের আয়োজনে নাগরিক সংবর্ধনায় সংবর্ধিত হলেন দীপংকর তালুকদার এমপি। বুধবার (০৭সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় পৌরসভা প্রাঙ্গণে এই সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা ও আলোচনা সভায় বাঘাইছড়ি পৌরসভার নব নির্বাচিত মেয়র জমির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মারিশ্যা জোনের উপ অধিনায়ক মেজর শহীদুল ইসলাম পিএসসি, জি ক্লার্ক, আর্টিলারি, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বৃষ কেতু চাকমা, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, ১৮ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক সোহাগ পারভেজ, জেলা পরিষদ সদস্য প্রিয় নন্দ চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাগরিকা চাকমা, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আলী হোসেন, সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মামুন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন সরকারী-বেসরকারি দপ্তরের অফিসার বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। এছাড়াও সংবর্ধিত অতিথি হিসেবে বাঘাইছড়ির কৃতি সন্তান হিসেবে উপস্থিত ছিলেন ৪০ তম বিসিএস প্রশাসন ক্যাডার (সুপারিশ প্রাপ্ত) মোঃ জিয়াউল হাসান সৌরভ, খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা, বাঘাইছড়ি উপজেলা সমাজসেবা অফিসার জয়েস চাকমা। রত্নগর্বা মা হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন উপজেলার কৃতি সন্তান চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল দেব ও সিলেক কেন্দ্রীয় জেলের ডেপুটি জেলার নোবেল দেব এর মা এবং সুবর্ণচর উপজেলার সহকারী ভুমি কমিশনারের মা। আলোচনা সভায় উপজেলা যুবলীগের সভাপতি শাহরিয়ার হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাঘাইছড়ি পৌরসভার ০১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাফেজ আহাম্মদ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি দীপংকর তালুকদার বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে সমতলের মতো পাহাড়ের দুর্গম এলাকায় প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান এবং বাঘাইছড়িবাসীকে ধন্যবাদ জানান পৌর মেয়র হিসেবে জমির হোসেন কে নির্বাচিত করার জন্য। সভাপতির বক্তব্যে মেয়র জমির হোসেন আগত অতিথি সহ বাঘাইছড়ি পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং পৌর নির্বাচনে মেয়র পদে তাকে নির্বাচিত করার জন্য পৌরবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সংবর্ধনা সভা শেষে আগত অতিথীদের জন্য মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করা হয়, এই আয়োজনে প্রায় ৫ হাজারের অধিক জনসাধারণের সমাগম হয়। এছাড়াও উক্ত অনুষ্ঠানে মারিশ্যা বাঘাইছড়ি জোত মালিক কল্যাণ সমিতির পক্ষ থেকে এমপি দিপংকর তালুকদার, পৌর মেয়র জমির হোসেন ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বৃষকেতু চাকমাকে সম্মাননা স্মারক প্রদান করেন সমিতির সভাপতি গিয়াস উদ্দিন মামুন ও সমিতির সদস্যবৃন্দ। এর আগে বাঘাইছড়ি পৌরসভার স্থায়ী ভবন নির্মাণের জন্য নির্ধারিত স্থানে বকুল ফুল গাছের একটি চারা রোপন করেন এমপি দীপংকর তালুকদার। SHARES বাঘাইছড়ি পৌরসভা বিষয়: