পৌর মেয়রের নির্দেশনায় বটতলীর ঝুঁকিপূর্ণ ট্রান্সফর্মার টি এখন নিরাপদ জায়গায় স্থানান্তর

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৩

বাঘাইছড়ি পৌরসভার ৬নং ওয়ার্ড বটতলী এলাকার চেয়ারম্যান পাড়া নামক গ্রামে রাস্তার পাশে একটি টান্সফর্মার ছিলো যা বৈদ্যুতিক খুটির একদম নিচের অংশে, ফলে নিরাপত্তা জনিত আশংকায় ভুগতো এলাকাবাসী।
দীর্ঘদিন এই সমস্যার সমাধান না হওয়ায় বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন মারিশ্যা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলীকে বিষয়টি অবহিত করেন যেন দ্রুত টান্সফর্মার টি খুটির উপড়ে তুলে হয়।

গত ৩ মার্চ উক্ত ওয়ার্ডের কাউন্সিলর ইউসুফ নবীর উপস্থিতিতে বিদ্যুৎ বিভাগ ট্রান্সফর্মার টি খুটির উপরে স্থানান্তর করেন, বর্তমানে এটি নিরাপদ স্থানে রয়েছে।

স্থানীয় স্কুল শিক্ষক নেওয়াজ মুর্শেদ রাসু বলেন, দীর্ঘদিন এই ট্রান্সফর্মার টি নিচু স্থানে থাকার কারনে আমরা ভয় পেতাম ছোট বাচ্চারা যদি ভুল করে হাত দেয় বা ঢিল ছুড়ে, বড় দুর্ঘটনার আশংকা ছিলো। । দীর্ঘদিন পর সমস্যাটি সমাধান হওয়ায় তিনি পৌর মেয়র, কাউন্সিলর ও বিদ্যুৎ বিভাগকে ধন্যবাদ জানান।

বিদ্যুৎ বিভাগের এক কর্মচারী বলেন টান্সফর্মার টি উচু স্থানেই ছিলো রাস্তা উন্নয়নের ফলে নিচু রাস্তা উচু হয়েছে তাই টান্সফর্মার টি এমন অবস্থায় ছিলো, আমরা আবাসিক প্রকৌশলীর নির্দেশনায় সমস্যাটি দ্রুত সমাধান করার চেষ্টা করেছি।