পৌর মেয়রের সাথে বাঘাইছড়ি সিভিল ইঞ্জিনিয়ার্স ফোরাম নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২২

বাঘাইছড়ি উপজেলার পুরকৌশলীদের সমন্বয়ে গঠিত পেশাজীবি সংগঠন “বাঘাইছড়ি সিভিল ইঞ্জিনিয়ার্স ফোরাম” এর উদ্যোগে বাঘাইছড়ি পৌরসভার নবনির্বাচিত মেয়র জমির হোসেন ও কাউন্সিলরদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের নেতৃবৃন্দ।

আজ বেলা ১১ ঘটিকায় মেয়র কার্যালয়ে নবনির্বাচিত মেয়র জমির হোসেন কে বরণ করেন ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আজগর আলী এবং ফোরামের পক্ষে সম্মাননা স্মারক প্রদান করেন ফোরামের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার  মুহাম্মদ আয়াতুল্লাহ রুহুল খোমেনী (শামীম)।

একইসাথে প্যানেল মেয়র ও কাউন্সিলরদের বরণ করেন ফোরামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ সাজ্জাদ হোসেন সাগর ও সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মাহমুদুল হাসান সোহাগ।

আলোচনা পর্বে পৌরসভার মেয়র বলেন, পৌর এলাকায় মানুষের সুরক্ষা ও নিরাপদ বসবাসের লক্ষ্যে স্হাপনা/ভবন তৈরির ক্ষেত্রে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, স্হানীয় সরকার মন্ত্রনালয় প্রবর্তিত নীতিমালা অনুসরণ করে প্ল্যান, সয়েল টেস্ট, ডিজাইন ইত্যাদি যথোপযুক্তভাবে প্রয়োগ করার অনুরোধ জানান।

মেয়র আরো বলেন, স্হানীয়ভাবে নির্মাণ সংশ্লিষ্ট ভবনমালিক, মিস্ত্রি, শ্রমিকদের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে ইঞ্জিনিয়ারদের এগিয়ে আসার আহবান জানান।

এসময় বাঘাইছড়ি সিভিল ইঞ্জিনিয়ার্স ফোরাম নেতৃবৃন্দ বাঘাইছড়ি পৌরসভাকে নান্দনিক ও অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার জন্য মেয়র ও কাউন্সিলরদের প্রচেষ্টা-পরিকল্পনা বাস্তবায়নে ইমারত নির্মাণ বিধিমালা অনুসারে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র জনাব ত্রিদিব দাশ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জনাব জান্নাতুল ফেরদৌস, কাউন্সিলর জনাব জয়নাল আবেদীন বুলু, কাউন্সিলর জনাব রুবেল চাকমা, কাউন্সিলর জনাব মিঠেল চাকমা ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ।