পৌর মেয়রের সাথে ০১নং ওয়ার্ডবাসীর মতবিনিময় সভা

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২

বাঘাইছড়ি পৌরসভার ০১ নং ওয়ার্ডের মধ্যমপাড়া গ্রামের ছাত্র ও যুব সমাজের উদ্যোগে নব নির্বাচিত পৌর মেয়র মোঃ জমির হোসেন এর সাথে ওয়ার্ডবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মধ্যমপাড়া গ্রামে হাজী শাহ আলম কোম্পানীর মাঠ প্রাঙ্গণে গতকাল ১৪ আগস্ট ০১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাফেজ আহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র জমির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বিশিষ্ট সমাজ সেবক সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি শাহরিয়ার হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ নজরুল ইসলাম, মোঃ তোফায়েল আহাম্মদ, শ্রমিকলীগ নেতা আব্দুল জলিল, পৌর কর্মকর্তা আশিকুর রহমান মানিক, যুবনেতা মোঃ হাসমত, সাংবাদিক আবু নাসের ও ওমর ফারুক সুমন সহ ০১ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

মতবিনিময় সভায় বক্তারা ০১ নং ওয়ার্ড সহ পুরো উপজেলার শান্তি-সম্প্রীতি বজায় রাখার লক্ষে আলোচনা করেন এবং ০১ নং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষে মেয়রের প্রতি অনুরোধ জানান।

এসময় পৌর মেয়র বলেন, প্রায় ২ কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে পৌরসভার দায়িত্ব নিয়েছেন এবং একই সাথে সকল ওয়ার্ডের সমস্যা নিরসনের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবেন। একই সাথে তিনি বলেন পৌরসভার মান উন্নয়নের লক্ষে পৌরবাসীকে নিয়মিত কর আদায়ের জন্য অনুরোধ জানান।

মতবিনিময় সভা শেষে প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।