প্রতীক বরাদ্দ! প্রচারণা শুরু আজ থেকে প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, মে ১৩, ২০২৪ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন, প্রতীক বরাদ্দ সম্পন্ন নির্বাচন ২৯ মে। তৃতীয় ধাপে বাঘাইছড়ি উপজেলা পরিষদ সহ দেশের ১৫০ টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সোমবার (১৩ মে) দুপুরে রাঙ্গামাটি জেলা সিনিয়র নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষে বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন এবং প্রার্থীদের বিভিন্ন অভিযোগ ও পরামর্শ আমলে নেন। রাঙ্গামাটি জেলার সর্ববৃহৎ উপজেলা বাঘাইছড়িতে এবারের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে নির্বাচন করবেন বর্তমান চেয়ারম্যান সুদর্শন চাকমা এবং আনারস প্রতীকে বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান অলিভ চাকমা। ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে বর্তমান ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা এবং প্রজাপতি প্রতীকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা নির্বাচন করবেন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে ৫ জন প্রার্থী তারা হলেন বই প্রতীকে বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, তালা প্রতীকে সাবেক ভাইস চেয়ারম্যান দিপ্তীমান চাকমা, টিউবওয়েল প্রতীকে মনসুর আলী, উড়োজাহাজ প্রতীকে নিখিল জীবন চাকমা এবং চশমা প্রতীকে আনোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের ইতিহাসে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এবারই সর্বোচ্চ সংখ্যা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাঘাইছড়ি উপজেলার ১ টি পৌরসভা ও ৮ টি ইউনিয়নে ৩৯ টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৭৮০২৯ জন তার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৪০৭৯৬, মহিলা ভোটার সংখ্যা ৩৭২৩২ এবং হিজড়া ভোটার রয়েছেন মাত্র ১ জন৷ বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের বর্তমান পরিস্থিতি জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বলেন এখন পর্যন্ত উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়নি আশা করছি আগামী ২৯ মে সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। SHARES বাঘাইছড়ি উপজেলা বিষয়: