প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে সাজেক থানা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২১

//সাজেক প্রতিনিধি//

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভা নেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে বাঘাইছড়ি উপজেলার সাজেক থানা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

বিভিন্ন ফলদ ও বনজ চারা রোপণ করা হয় বাঘাইহাট কবরস্থান ও বাঘাইহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।

এসময় উপস্থিত ছিলেন সাজেক থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহিম চৌধুরী মিজান, সাংগঠনিক সম্পাদক শুভ চৌধুরী ও থানা ছাত্রলীগের নেতাকর্মীগণ।

উল্লেখ্য যে বঙ্গবন্ধু কন্যার ৭৫ তম জন্মদিন উপলক্ষে আজকে ৭৫ টি চারা রোপন করে আয়োজকরা।
সাজেক থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ চৌধুরী জানান প্রতি বছর সাজেক থানা ছাত্রলীগ শেখ হাসিনার জন্মদিনে বৃক্ষরোপণ সহ বিভিন্ন মানবিক কর্মসূচি পরিচালনা করে থাকে এবং ভবিষ্যতেও এই অব্যাহত থাকবে।