সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন "প্রিয় চট্টগ্রাম" এর
কার্যনিবার্হী পরিষদ ২০২১-২২ এর দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলরুমে অনুষ্ঠিত হয়।
সংগঠনের নব-নির্বাচিত সভাপতি মোঃ আলী হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর উপ-পুলিশ কমিশনার(দক্ষিণ) ও সংগঠনের উপদেষ্টা জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম(বার)।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আলহাজ্ব আবুল মনছুর চৌধুরী, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনাব প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন, প্রিয় চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা ও স্থায়ী পরিষদ এর চেয়ারম্যান মুহাম্মদ মেহেবুব আলী এবং সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি লায়ন সৈয়দ মাহফুজুর রহমান প্রমুখ।
সাধারণ সম্পাদক আহসানুলএ ইসলাম সিকদার ও সদস্য সংগ্রহ সম্পাদক সুমাইয়া ইসলাম নাবিলা'র সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি নাফিজ মিনহাজ এবং সহ-সভাপতি খুবাইবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জনাব বিজয় বসাক বলেন- "বর্তমান করোনার এ কঠিন সময়ে স্বেচ্ছাসেবীরাই নিঃস্বার্থভাবে এগিয়ে এসেছেন। তাঁদেরকে যথাযথভাবে প্রশিক্ষণ দেয়া গেলে তাঁরা নিজেদের দক্ষতায় সমাজে পরিবর্তন আনতে সক্ষম হবেন।"
প্রধান অতিথি বিজয় বসাক নতুন নেতৃবৃন্দকে শপথ পাঠ করান৷
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪