ফিলিস্তিনে অব্যাহত হত্যা-হামলার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাঘাইছড়ি শাখার উদ্যোহে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২১ মার্চ) বাদে জুমা উপজেলার বটতলী বাজার চত্বরে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাঘাইছড়ি শাখার সিনিয়র সহ-সভাপতি জনাব মো. আবদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা আহলে সুন্নাত ওয়াল জামা'আতের সদস্য মাওলানা বশির উদ্দিন আনছারী, উগলছড়ি জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম, কাদের মেম্বার পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।
এসময় উগলছড়ি উত্তর পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আনোয়ার হোসেন, সিঙ্গিনালা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ রবিউল হুসাইন, হাজী আছাদ আলী জামে মসজিদের খতিব মাওলানা নেছার উদ্দিন, যুবসেনার সাংগঠনিক সম্পাদক আবদুল জলিল, হাফেজ হেফাজতুল্লাহ, হাফেজ সাইদুল ইসলাম সহ সর্বস্তরের মুসলিম জনতা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, একতরফা যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের মানুষের উপর ইসরায়েলের নগ্ন হামলায় বিগত কয়েকদিনে শতশত নারী-শিশুসহ মুসলমানদের হত্যা করা হচ্ছে। এমতাবস্থায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া আহবান জানান।
সভা শেষে মিলাদ-কিয়াম, দোয়া মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪