ফুল,মিষ্টি ও জন্ম নিবন্ধন নিয়ে নবজাতকের বাড়িতে পৌর মেয়র জমির প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২২ বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করায় ফুল ও মিষ্টি হাতে নবজাতকের পরিবারের হাতে বিনামূল্যে জন্মনিবন্ধন প্রদান করেন । দেশের সকল পৌরসভা ও ইউনিয়ন পরিষদে নবজাতক শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধনের আবেদন করলে সম্পূর্ণ বিনামূল্যে জন্মনিবন্ধন প্রদান করার নির্দেশনা রয়েছে সরকারিভাবে। ঠিক একইভাবে বাঘাইছড়ি পৌরসভার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। আজ মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় বাঘাইছড়ি পৌরসভার এক (০১)নং ওয়ার্ড বাসিন্দা মোঃ আল আমিন তার নবজাতক মেয়ে আলিফা নুর সারার জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধনের আবেদন করায় জন্মনিবন্ধন প্রদানের জন্য নবজাতকের বাড়িতে যান পৌর মেয়র জমির হোসেন, উপস্থিত ছিলেন ০১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাফেজ আহাম্মদ, ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুল আলম, ০৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইউসুফ নবী ও ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ পারভেজ আলী, স্কুল শিক্ষক নেওয়াজ মোর্শেদ রাসু। পৌর মেয়র জমির হোসেন বলেন বাঘাইছড়ি পৌরসভার জন্ম নিবন্ধন কার্যক্রম বর্তমানে গতিশীল রয়েছে, জন্ম নিবন্ধন করতে জনগনের ভোগান্তী দূর করার লক্ষে সর্বদা কাজ করে যাচ্ছেন দায়িত্বশীল কর্মকর্তারা। একই সাথে পৌরবাসীদের মধ্যে নবজাতক জন্মের ৪৫ দিনের মধ্যে যারা জন্ম নিবন্ধনের আবেদন করবেন আমি নিজে গিয়ে পরিবারের হাতে জন্মনিবন্ধন পৌছে দিয়ে আসবো। নবজাতকের পিতা মোঃ আল আমিন বলেন পৌর মেয়র ও কাউন্সিলরগণ আমার মেয়ের জন্ম নিবন্ধন পত্র হাতে আমাদের বাড়িতে আসায় আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই মেয়র মহোদয়ের প্রতি, বর্তমান মেয়রের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। SHARES বাঘাইছড়ি পৌরসভা বিষয়: