বাঘাইছড়িতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে "বাঘাইছড়ি বি এন পি" নামে অজ্ঞাত ফেইসবুক আইডি থেকে আনুমানিক রাত ৮ ঘটিকার সময় একটি পোস্ট করা হয়, যা উস্কানিমুলক স্ট্যাটাস হিসেবে আখ্যায়িত করেন রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
[caption id="attachment_2905" align="alignnone" width="300"] ছবি-অজ্ঞাত আইডির স্ট্যাটাস[/caption]
এই স্ট্যাটাসের ফলে বাঘাইছড়িতে রাজনৈতিক চাপা উত্তেজনা কাজ করতে শুরু করেছে, এমতাবস্থায় অজ্ঞাত আইডির পোস্টের প্রতিবাদে উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি ও থানায় সাধারণ ডায়েরী করা হয়।
[caption id="attachment_2906" align="alignnone" width="218"] ছবি- প্রেস বিজ্ঞপ্তি[/caption]
স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ হাবিবুর রহমানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় উক্ত আইডি বাঘাইছড়ি উপজেলা, পৌর বিএনপি সহ কোন সহযোগী সংগঠনের কারোর সাথে সম্পৃক্ত নয় এটি নিছক উস্কানিমুলক বার্তা ছড়ানোর জন্য ফেইক আইডি খোলা হয়েছে।
তিনি আরো বলেন আমরা বাঘাইছড়িতে শান্তি শৃঙখলার সাথে আগামীকাল ২৬ আগস্ট স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করতে যাচ্ছি এমতাবস্থায় কোন এক স্বার্থান্বেষী মহল বাঘাইছড়ির রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে উস্কানিমুলক বার্তা ছড়াচ্ছে যা নিন্দনীয় কাজ বলে আমরা মনে করি। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে থানায় সাধারণ ডায়েরী করেছি অজ্ঞাত আইডির বিরুদ্ধে।
[caption id="attachment_2907" align="alignnone" width="213"] ছবি- সাধারণ ডায়েরী[/caption]
স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহবায়ক নুর উদ্দিন রাজু জানান আমরা আগামীকালের প্রোগ্রামে সকল নেতাকর্মীদের সুশৃঙ্খল ভাবে অংশগ্রহন করার জন্য নির্দেশ দিয়েই কর্মসুচি বাস্তবায়নের লক্ষে এগিয়ে যাচ্ছি এমতাবস্থায় একটি অজ্ঞাত আইডি পরিস্থিতি ঘোলাটে করছে, উক্ত আইডি টি বাঘাইছড়ি উপজেলা বিএনপির কোন সমর্থকের আইডি নয় বলে আমরা নিশ্চিত করছি। আমরা প্রশাসনকে বিষয়টি অবহিত করেছি এবং থানায় সাধারণ ডায়েরী করেছি।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪