বাঘাইছড়িতে বিজিবি পরিচালিত সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ছাত্রী ঐশর্য্য চাকমা ফেনী গার্লস ক্যাডেট কলেজে চান্স পাওয়ায় সম্মাননা স্বারক প্রদান করেছেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার ও কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের পরিচালক লেঃ কর্ণেল আনোয়ার হোসেন ভুইঁয়া (পিএসসি, আর্টিলারী)।
রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় মারিশ্যা জোন সদরে এই সম্মাননা স্বারক প্রদান করা হয়।
এ সময় ঐশর্য্য চাকমার মা কাচালং সরকারি কলেজের অধ্যাপিকা মুক্তা চাকমা ও কাচালং সরকারি উচ্চ বিদ্যালয় এবং কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের কোঅর্ডিনেটর সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সময় প্রতিষ্ঠানের মূখ উজ্জ্বল করায় ঐশর্য্য চাকমা ও তার পরিবারকে ধন্যবাদ জানান জোন কমান্ডার।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪