জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে সাজেক থানা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ ১৭ মার্চ শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় সাজেক থানা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাজেক থানা ছাত্রলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান। সাধারণ সম্পাদক শুভ চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথিদের মধ্যে সাজেক থানা আওয়ামীলীগের উপদেষ্ঠা সিরাজ সওদাগর, সহ সভাপতি রহমত উল্লাহ, সাজেক থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি বেলাল হোসেন, সাজেক থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহিদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেড় শতাধীক নেতাকর্মীর উপস্থিতিতে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত হয়।
এর আগে বঙ্গবন্ধু প্ররিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সাজেক থানা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪