মুহাম্মদ ইব্রাহীম ||
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
রবিবার (১৭ই মার্চ) দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সসয় উপজেলা পরিষদ ও প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও বাঘাইছড়ি থানা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক করা হয়৷
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার, অতিথিদের মধ্যে বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ও সাগরিকা চাকমা, সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমান, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, প্রেস ক্লাবের সভাপতি দিলীপ কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সামাজিক সংগঠন হৃদয়ে বাঘাইছড়ির প্রতিষ্ঠাতা মাহামুদুল হাসান সোহাগ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাচালং বালিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, কাচালং দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক, কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয় জামাল উদ্দিন।
অতিথিরা তাদের বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ তুলে ধরেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বর্তমান প্রজন্মকে এগিয়ে চলার জন্য উৎসাহিত করেন, বিশেষ করে শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর জীবনীগ্রন্থ বেশী বেশী পড়ার জন্য আহবান জানান।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।