বঙ্গলতলী ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২৪ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৫ নং বঙ্গলতলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় ৩৫ নং বঙ্গলতলী ইউনিয়ন পরিষদ হল রুমে ইউনিয়ন বিএনপির উদ্যােগে উক্ত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এতে ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি মোঃ অলি আহম্মদ ডাক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, বঙ্গলতলী ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাশেম সহ উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বক্তারা বলেন বিগত আওয়ামী সরকারের সময়ে বঙ্গলতলী ইউনিয়নে কোন কর্মী সমাবেশ করতে পারিনি গত ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর বিএনপি সহ সমমনা দলগুলো স্বাধীন ভাবে নিজেদের সভা সমাবেশ করে যাচ্ছে। দেশের জনগণ এখন সুন্দর একটি বাংলাদেশ দেখার প্রত্যাশায় আছে যা বিএনপি সরকার গঠন করতে পারলে সম্ভব বলে আশ্বাস প্রদান করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। SHARES বঙ্গলতলী ইনিয়ন বিষয়: