বঙ্গলতলী ইউনিয়নের ইতিহাস ও পটভূমি

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২১

বঙ্গলতলী ইউনিয়ন বাঘাইছড়ি উপজেলার আওতাধীন ৩৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঘাইছড়ি থানার আওতাধীন।

কাপ্তাই বাধ নির্মাণের পর ১৯৫৯ সালে পুর্ব পাকিস্তান সরকার বাঘাইছড়ি উপজেলায় পুর্ণবাসন করে। তার পরবর্তীতে প্রাথমিক ভূমি জরীপ মূলে প্রজাদের নিজ নিজ ফরম মূলে ভূমি বন্টন সহ আঞ্চলিক সীমানা নির্ধারন করা হয়। তখন বঙ্গলতলী,তিনটিলা ,বটতলী ও রূপকারী মৌজা মিলে রূপকারী নামে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। তার পর ১৯৮২ সালে বঙ্গলতলী ও তিনটিলা মৌজা মিলে পৃথক বঙ্গলতলী ইউনিয়ন গঠিত হয়। তখনকার সময় ভার প্রাপ্ত হিসাবে অন্তরবর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন, বাবু যতীশ কুমার চাকমা পরে চেয়ারম্যান হন।

বাঘাইছড়ি উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশে বঙ্গলতলী ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে ও পূর্বে সাজেক ইউনিয়ন, দক্ষিণে রূপকারী ইউনিয়ন এবং পশ্চিমে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়ন অবস্থিত।

বঙ্গলতলী ইউনিয়ন পরিষদ ভবন

বঙ্গলতলী ইউনিয়নের আয়তন ৪৪৮০ একর (১৮.১৩ বর্গ কিলোমিটার)

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বঙ্গলতলী ইউনিয়নের লোকসংখ্যা ১৫,৫২০ জন। এর মধ্যে পুরুষ ৮,৬০০ জন এবং মহিলা ৬,৯২০ জন।

বঙ্গলতলী ইউনিয়নের সাক্ষরতার হার ৩১.৫৮%। এ উপজেলায় ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

মাধ্যমিক বিদ্যালয় -বি টি উচ্চ বিদ্যালয়

প্রাথমিক বিদ্যালয়
১. উত্তর বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
২. করেঙ্গাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
২. জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
৩. ডাংগাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
৪. দক্ষিণ বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
৫. নব অজান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়
৬. নব নালন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়
৭. পশ্চিম বালুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
৮. পূর্ব বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
৯. বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
১০. বেতাগীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
১১. মধ্যম বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
১২. মন্দিরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
১৩. হাগলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

বাঘাইছড়ি উপজেলা সদর থেকে বঙ্গলতলী ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক বাঘাইছড়ি-সাজেক সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সি এনজি, অটোরিক্সা ও মোটর সাইকেল।বঙ্গলতলী থেকে সাজেক সড়কের নয়নাভিরাম দৃশ্য পর্যটকদের নজর কাড়ে।

বঙ্গলতলী ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে কাচালং নদী, যা উপজেলার চমৎকার দৃশ্য গুলার মধ্যে অন্যতম।

দৃশ্য-কাচালং নদীর বয়ে চলা

বঙ্গলতলী ইউনিয়নের প্রধান হাট-বাজার হল করেঙ্গাতলী বাজার।

দৃশ্য-করেঙ্গাতলী হাট বাজার

বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান: জ্ঞান জ্যোতি চাকমা

চেয়ারম্যান জ্ঞান জোতি চাকমা

ইউনিয়নের পূর্ববর্তী চেয়ারম্যানবৃন্দ –
১. যতীশ কুমার চাকমা
২. প্রীতি বিকাশ চাকমা
৩. অধীর শংকর চাকমা
৪. উত্রায়ন চাকমা    ১ম  ও ২য় মেয়াদে
৫. তারুসী চাকমা

তথ্য- ইউকিপিডিয়া