প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৮:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২৪, ৫:৫৭ অপরাহ্ণ
বছরের প্রথম দিনেই বাঘাইছড়িতে বই পেয়েছে ২৩১৯২ শিক্ষার্থী
মুহাম্মদ ইব্রাহীম ||
রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে আলোচনা সভার মাধ্যমে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জানুয়ারি ) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার মধ্য দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসমুখর পরিবেশে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে৷
বই বিতরণ উৎসবে উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারের সভাপতিত্বে অতিথিদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অংজিং মারমা, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, সহকারী শিক্ষা অফিসার শাহিন আল মামুন উপস্থিত ছিলেন। বাঘাইছড়ি প্রেসক্লাবের সদস্য মাহমুদুল হাসান এর সঞ্চালনায় অন্যান্যদের আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ২০০৯ সালের পর হতে বাংলাদেশে প্রতি বছরের ১ জানুয়ারি প্রাথমিক ও মধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ হয়ে আসছে এবছরও প্রথম দিনে বাঘাইছড়ি উপজেলা ১৫২ টি প্রাথমিক ও মাদ্রসা সহ ৪০ টি মাধ্যমিক বিদ্যালয়ে মোট ২৩১৯২ জন শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ হয়েছে।
সভা শেষে কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজ, কাচালং কাচালং দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মাধ্যমে বাঘাইছড়ি উপজেলায় বই বিতরণ উৎসবের শুভ উদ্বোধন করা হয়।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪
দৈনিক বাঘাইছড়ি © ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত |